আজ ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাজশাহীর স্বনামধন্য রিয়েল এস্টেট এবং ডেভেলপার প্রতিষ্ঠান RR Properties এর সাথে রিয়েল এস্টেট বিষয়ক ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম Rajshahi Housing এর সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয় যেখানে পারস্পরিক সহযোগিতাসহ উভয় পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট যেকোন প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন RR Properties এর পক্ষ থেকে জনাব আবু সাঈদ মাহফুজ হাসান(সিইও), নাজনীন নাহার (গ্রাফিক্স ডিজাইন এন্ড ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ), ওমর ফারুক (ওয়েব ডিজাইনার) এবং Rajshahi Housing এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ারুল আবেদীন(বিজনেস ডেভেলপার), মোঃ আরিফুর রহমান(মার্কেটিং অফিসার), আবু সাঈদ মাহমুদ হাসান। অনুষ্ঠানটি নগরীর সুপরিচিত Cloud Studio সেমিনার রুমে অনুষ্ঠিত হয়।