রাজশাহীর সবচেয়ে প্রানচঞ্চল জায়াগা রাজশাহী সাহেববাজারে এবং সাহেববাজারে সন্নিকটে বেশকিছু বানিজ্যিক জমি এবং বাড়ি বিক্রি তালিকায় আছে। বলা বাহুল্য যে এই জমি/বাড়ি বানিজ্যিক কেন্দ্রস্থলে তাই বলে যে শুধুমাত্র বানিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার হবে এমনটা না বরং কেউ চাইলেই এগুলাকে নিয়ে বানিজ্যিক এবং আবাসিক উভয় প্রয়োজনেই ব্যবহার করতে পারবেন।
রাজশাহী সাহেব বাজারে বিক্রি ইচ্ছুক কিছু কমার্শিয়াল জমি এবং বাড়িঃ
- সাহেব বাজার বড় মসজিদের কাছে ব্যবসা চলমান কয়েকটি দোকানসহ ৫.১৩ কাঠা অর্থাৎ ৫ কাঠা থেকে ২ ছটাক বেশি পরিমান জায়গা বিক্রি হবে (মুল্যঃ ১ কোটি ৪০ লাখ টাকা প্রতি কাঠা)
- মালোপাড়া মোড়ে মেইন রোডের সাথে ২.৫৬ কাঠা জমি, রাস্তার সাথে জমির অংশ ৩৬ ফিট। (মুল্যঃ ১ কোটি ৫০ লাখ প্রতি কাঠা)
- আলুপট্টি কুমারপাড়া মোড় বরেন্দ্র কলেজ রোডে ৩.৬৩ কাঠা জমি, একদিকে ২০ ফিট আরেকদিকে ১০ ফিট রাস্তা, NOC নেওয়া এবং Soil Test করা আছে, ৮ তলা আরকিটেক্ট ডিজাইন ৮ তলা প্ল্যান কাগজ RDA তে জমা দেওয়া আছে (মুল্যঃ ১ কোটি টাকা প্রতি কাঠা)
- ঘোড়ামারা বাজার স্বর্নকারপট্টিতে মুল রাস্তার সাথে দুইটা দোকানসহ ১.২৫ কাঠা জমি বিক্রি তালিকায় আছে। (মুল্যঃ ১ কোটি টাকা)
- কুমারপাড়া চাউলের আড়তের কাছে দুইটি পুরনো দোকানসহ ১ কাঠা জমি বিক্রি হবে (মুল্যঃ ৯৫ লাখ টাকা)
- সাহেব বাজার মাস্টারপাড়ায় ৬ ফিট রাস্তার সাথে ২ কাঠা জমির ওপর ৫ তলা কলামের বাড়ি বিক্রি হবে। সম্পুর্ন মেস ভাড়া দিলে মাসে ২ লাখ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব। (মুল্যঃ ৩ কোটি টাকা)